menu-iconlogo
huatong
huatong
ashes-ami-bodle-jabo-cover-image

Ami Bodle Jabo

Asheshuatong
mz_marahuatong
Şarkı Sözleri
Kayıtlar
ফেলে আসা মানুষ

ফেলে আসা ছাতা দোকানে

জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া

এক পোড় খাওয়া মন

হিসেবের খাতা শূন্য

যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে

কত কী স্বপ্নে বিভোর

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে

কত কী স্বপ্নে বিভোর

আমি লাটিম ঘুরানোর বয়সে

ঘুরিয়েছি আমায়

আমি ঘুড়ি ওড়ানোর বয়সে

উড়িয়েছি আমায়

আমি বদলে যাবো, বদলে যাবো

আমার কাছ থেকে

আমি বদলে যাবো, বদলে যাবো

আজকের পর থেকে

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে

উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে

উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে

বলছে সবাই তোমাকে দিয়ে কিছু হবে না

পারবে না তুমি কোনোদিন আর দাঁড়াতে

নিজের পায়ে

আমি বদলে যাব, বদলে যাব

আমার কাছ থেকে

আমি বদলে যাব, বদলে যাব

আজকের পর থেকে

আজ হবে আগামীকাল

কাল হবে পরশু

শুধু থেকে যাবে ভাললাগা, ভালবাসা চিরকাল

আমি বদলে যাবো, বদলে যাবো

আমার কাছ থেকে

আমি বদলে যাবো, বদলে যাবো

আজকের পর থেকে

আমি বদলে যাবো, বদলে যাবো

আমার কাছ থেকে

আমি বদলে যাবো, বদলে যাবো

আজকের পর থেকে

Ashes'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin