menu-iconlogo
huatong
huatong
asif-akbar--cover-image

চোখেরি জলে লেখা কত যে কবিতা

Asif Akbarhuatong
anibeth5huatong
Şarkı Sözleri
Kayıtlar
চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

যেদিন চোখের জল

শুকিয়ে যাবে

মনে রেখো সেদিন আমার

মরন হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

ভুলে যদি যাও তুমি

এই আমাকে..

পারবেনা ভুলে যেতে

স্মৃতি গুলোকে

হো.. ভুলে যদি যাও তুমি

এই আমাকে

পারবেনা ভুলে যেতে

স্মৃতি গুলোকে

সব কিছু এখানেই

জানি পরে রবে

ধুঁকে ধুঁকে জীবন টাকে

পাড়ি দিতে হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

কষ্ট'রা জমা হয়ে

কাঁদে দিন রাত্রি

নীরবও রাতের সাথে

আমি একা যাত্রী

হো...কষ্ট রা জমা হয়ে

কাঁদে দিন রাত্রি

নীরবও রাতের সাথে

আমি একা যাত্রী

আঁধার এখন আমার

বড় ভাল লাগে

মনে হয় কে যেনো

পিছু থেকে ডাকে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

যেদিন চোখের জল

শুকিয়ে যাবে

মনে রেখো সেদিন আমার

মরন হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিন'ই

তোমারই নামে

সমাপ্ত

গানটি ভালো লাগলে

লাইক দিতে ভুলবেন না

Asif Akbar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin