menu-iconlogo
huatong
huatong
asif-akbar-amake-tumi-valobasoni-cover-image

Amake Tumi Valobasoni

Asif Akbarhuatong
sallymin1huatong
Şarkı Sözleri
Kayıtlar
আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

আমার হৃদয় নিয়ে খেলেছ খেলা

তুমি এত নিষ্ঠুর জানা ছিল না

আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

ছিলনা কি আর কিছু আমাকে দেবার

এক বুক যন্ত্রনা দিলে উপহার

ছিলনা কি আর কিছু আমাকে দেবার

এক বুক যন্ত্রনা দিলে উপহার

ঠুনকো কাঁচের মত ভেঙেছ আশা

হয়নাকো একটুকু অনুশোচনা

আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

এমন আরো পছন্দের গান পেতে

ভেবেছ কি কখনো তুমি একবার

প্রয়োজন ছিল কিনা আমাকে তোমার

ভেবেছ কি কখনো তুমি একবার

প্রয়োজন ছিল কিনা আমাকে তোমার

স্বার্থপরের মত আমাকে ফেলে

চলে গেলে আর তুমি ফিরে এলেনা

আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

আমার হৃদয় নিয়ে খেলেছ খেলা

তুমি এত নিষ্ঠুর জানা ছিল না

আমাকে তুমি ভালবাসনি

করেছ শুধু প্রতারনা

দিয়েছো শুধু যন্ত্রনা

Asif Akbar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin