menu-iconlogo
huatong
huatong
ayan-sarkar-bonomali-tumi-cover-image

Bonomali Tumi

Ayan Sarkarhuatong
nataliesturgishuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি আমারই মতো জ্বলিয়ো জ্বলিয়ো

বিরহ-কুসুমহার গলেতে পরিয়ো

তুমি আমারই মতো জ্বলিয়ো জ্বলিয়ো

বিরহ-কুসুমহার গলেতে পরিয়ো

তুমি যাইয়ো যমুনার ঘাটে

তুমি যাইয়ো যমুনার ঘাটে

না মানি ননদীর বাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারই মতো কান্দিয়ো কান্দিয়ো

কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিয়ো

তুমি আমারই মতো কান্দিয়ো কান্দিয়ো

কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিয়ো

তুমি বুঝিবে তখন নারীর বেদন

তুমি বুঝিবে তখন নারীর বেদন

রাধার প্রাণে কত ব্যথা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

ভাবিয়া সরোজ কয়, "ওহে কৃষ্ণপদ

প্রেমের মায়াডোরে আমারে বাঁধিয়ো"

ভাবিয়া সরোজ কয়, "ওহে কৃষ্ণপদ

প্রেমের মায়াডোরে আমারে বাঁধিয়ো"

আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন

মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন

তোমারে বানাবো আধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

Ayan Sarkar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin