শিরোনাম :অভিমান নিয়ে
শিল্পী :আইয়ুব বাচ্চু (এলআরবি)
অ্যালবাম :স্রোত ব্যান্ড মিক্সড
****Uploded By Jahid****
এ জীবনে কী চেয়েছি
কি পেয়েছি, কি পাইনি চেয়ে
না বলে মন অপ্রকাশিত লাগে
প্রশ্ন নয়, কেমন আছি
যেভাবে হোক বেঁচে তো আছি
স্মৃতি এখন বেদনার ছবি আঁকে
অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই?
এই অভিমান কারো উপরে নয়
নিজের সাথেই!
অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই?
এই অভিমান কারো উপরে নয়
হো হো
****Uploded By Jahid****
কখন কোন তারা ঝরে গেল
মানুষ কি তার খবর রাখে
কোথাও কেউ নেই দুঃসময়ে
নিজেকে নিয়ে সবাই থাকে
অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই?
এই অভিমান কারো উপরে নয়
নিজের সাথেই!
****Uploded By Jahid****
যে বলে অভিমান কাছে টানে
আমি বলি সে মিথ্যে বলে
হয়তো থাকবো না আমি যেদিন
কেউ কি কাঁদবে চোখের জলে?
অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই?
এই অভিমান কারো উপরে নয়
নিজের সাথেই!
এ জীবনে কী চেয়েছি
কি পেয়েছি, কি পাইনি চেয়ে
না বলে মন অপ্রকাশিত লাগে
প্রশ্ন নয়, কেমন আছি
যেভাবে হোক বেঁচে তো আছি
স্মৃতি এখন বেদনার ছবি আঁকে
অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই?
এই অভিমান কারো উপরে নয়
নিজের সাথেই!
অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই?
এই অভিমান কারো উপরে নয়
হো হো
****Uploded By Jahid****
+++Thanks For Listening +++