menu-iconlogo
huatong
huatong
avatar

Jahid Track -কেঁদে কেঁদে যাব BY আইয়ুব বাচ্চু (স্বপ্ন)

ayub bachchu (lrb)huatong
🍁•ჟ𝘢ħ𝕚𝙙ץ𝓽•🍁huatong
Şarkı Sözleri
Kayıtlar
শিরোনাম :কেঁদে কেঁদে যাব

শিল্পী :আইয়ুব বাচ্চু (এলআরবি)

অ্যালবাম :স্বপ্ন

***আপলোডেড বাই জাহিদ ***

এক জীবনে আর কতবার

আমি কেঁদে যাব

এক জীবনে আর কত বার

আমি ব্যাথা পাব

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়াবে পাশে

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়াবে পাশে

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

ওহুহো

***আপলোডেড বাই জাহিদ ***

কিছু ব্যথা পাওয়া কিছু ব্যথা নেয়া

কিছু ফিরে পাওয়া কিছু মনে রাখা

এই এক জীবনে যদিও হয় পুরণ

তবুও আমি জানি

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

ওহুহো

***আপলোড বাই জাহিদ ***

যদি মন ভাঙে যদি স্বপ্ন গড়ে

মুছে গিয়ে সব অভিলাষের ভীড়ে

এই এক জীবনে যদিও হয় পুরণ

তবুও আমি জানি

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

এক জীবনে আর কতবার

আমি কেঁদে যাব

এক জীবনে আর কত বার

আমি ব্যাথা পাব

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়াবে পাশে

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়াবে পাশে

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব

***আপলোডেড বাই জাহিদ ***

---থ্যাংকস ফর লিসেনিং ----

ayub bachchu (lrb)'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

ayub bachchu (lrb), Jahid Track -কেঁদে কেঁদে যাব BY আইয়ুব বাচ্চু (স্বপ্ন) - Sözleri ve Coverları