menu-iconlogo
huatong
huatong
azmir-ar-koto-tui-dibhi-jala-re-cover-image

Ar koto tui dibhi jala re

Azmirhuatong
Danger-zonehuatong
Şarkı Sözleri
Kayıtlar
কমিয়ে নিবেন।

আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা

জ্বালায় অন্তরে ও তুই প্রেম শিখাইয়া

ভুইলা গেলি পথের পাগল করে।

আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা

জ্বালায় অন্তরে ও তুই প্রেম শিখাইয়া

ভুইলা গেলি পথের পাগল করে।

আর কতো তুই দিবি জ্বালা রে--।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

জানতাম নারে প্রেমের মানে প্রেম কারে বলে।

তুই তো বেঈমান শিখাইছিলি কতো কথা দিয়ে।

জানতাম নারে প্রেমের মানে প্রেম কারে বলে।

তুই তো বেঈমান শিখাইছিলি কতো কথা দিয়ে।

কই হারাইলি বেঈমান এখন একলা থুইয়া মোরে।

এই বুঝি তোর প্রেমের মানে কান্দাইলি আমারে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

পুড়তে পুড়তে করলি কয়লা আমার দেহটাকে।

এতো জ্বালা সইবো কেমনে ভাবলিনা মোরে

পুড়তে পুড়তে করলি কয়লা আমার দেহটাকে।

এতো জ্বালা সইবো কেমনে ভাবলিনা মোরে

তোরই জ্বালায় ভূগছি আজ মানষিক রোগে

শুনবি একদিন ঘুমিয়ে গেছি আমি চিরতরে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

আর কতো তুই দিবি জ্বালা রে।

আর কতো তুই পুইড়া খাইবি রে।

Azmir'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin