menu-iconlogo
huatong
huatong
avatar

ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

Badhon Modakhuatong
Shahriar-Islamhuatong
Şarkı Sözleri
Kayıtlar
[F] ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

এই বুকের মধ্যে খানে, তুমি রয়েছ সেখানে

হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়

[M] ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

এই বুকের মধ্যে খানে, তুমি রয়েছ সেখানে

হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়

[F] ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

[M] তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

[M] কান্না হবো দুই নয়নে হাসি হবো মুখে

আমায় তুমি পাবে তোমার সকল দুঃখ সুখে

[F] ও নিঃশ্বাসেরি মতো আছো মিশে তুমি প্রাণে

তোমার পরে নেইতো কিছু জানে হৃদয় জানে

[M] তোমার জন্য করি নাতো কোন কিছু ভয়

[F] ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

[M] তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

[F] জন্ম আমার আবার হলে তোমায় খুঁজে নিব

হৃদয় দিতে হলে আমি তোমায় শুধু দেবো

[M] ও দেখবো তোমায় পাথর চোখে মরন আমার হলে

বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে

[F] তোমার স্বপ্ন দেখে দেখে ফুরাবে সময়

[M] ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

[F] এই বুকের মধ্যে খানে, তুমি রয়েছ সেখানে

হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়

[M] ভালবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়

[F] তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়

Badhon Modak'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin