FOLLOW BY HUSSAIN
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা
মাগরিবেতে ডুবে যাবে রে
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আরে শিয়রে বসিয়া কাঁদবে
আমরা মা জননী
কোথায় রইলো বাছাধন রে
আরে শিয়রে বসিয়া কাঁদবে
আমরা মা জননী
কোথায় রইলো বাছাধন রে
একবার দেখে যাও আসিয়া
একবার দেখে যাও আসিয়া
মাগরিবেতে ডুবে যাবে রে
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আরে বরই পাতা গরম জলে
গুসলও ভাই দিয়া
সাদা কাপড় পরাইবো রে
আরে বরই পাতা গরম জলে
গুসলও ভাই দিয়া
সাদা কাপড় পরাইবো রে
ও ভাই জনমের লাগিয়া
ও ভাই জনমের লাগিয়া
মাগরিবেতে ডুবে যাবে রে
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আরে মনকারনাকির কবরে এসে সওয়াল করিবে
দিন কি তোমার মাবুদ কেবা রে
আরে মনকারনাকির কবরে এসে সওয়াল করিবে
দিন কি তোমার মাবুদ কেবা রে
তখন আমি কি বলিবো
আল্লাহ ছাড়া মাবুদ নাই ওরে
তখন আমি কি বলিবো
আল্লাহ ছাড়া মাবুদ নাই ওরে
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধা বেলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা
মাগরিবেতে ডুবে যাবে রে
আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা
মাগরিবেতে ডুবে যাবে রে
thank you