menu-iconlogo
huatong
huatong
avatar

Ghum Jorano

Bappa Mazumderhuatong
natinmasshuatong
Şarkı Sözleri
Kayıtlar
হুম আ হা হুম আ হা

ঘুম জড়ানো দুচোখ মেলে

এই যে আমি সাজসকালে

তোমায় এসে দেখি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

রংধনুটা পেড়ে এলে

বুকের সাদা কাঁশবনে

তোমার ছবি আঁকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

আমি আনমনে অকারণে

তোমায় শুধু ডাকি

আনমনে অকারণে তোমায় শুধু ডাকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

তোমার দিকে তাকিয়ে থাকি

না তাকানোর ছলে

তোমার কথা ভাবি বসে

ধূসর কোলাহলে

তোমার দিকে তাকিয়ে থাকি

না তাকানোর ছলে

তোমার কথা ভাবি বসে

ধূসর কোলাহলে

আমি আনমনে অকারণে

তোমায় শুধু ডাকি

আনমনে অকারণে তোমায় শুধু ডাকি

ভালোবাসি বলেই তো নাকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

তোমার কোলে মাথা রাখি

না রাখারই মতো

তোমার একটু আদর পেতে

বায়না ধরি কত

হুম তোমার কোলে মাথা রাখি

না রাখারই মতো

তোমার একটু আদর পেতে

বায়না ধরি কত

আমি আনমনে অকারণে

তোমায় শুধু ডাকি

আনমনে অকারণে তোমায় শুধু ডাকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

রংধনুটা পেড়ে এলে

বুকের সাদা কাঁশবনে

তোমার ছবি আঁকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

আমি আনমনে অকারণে

তোমায় শুধু ডাকি

আনমনে অকারণে তোমায় শুধু ডাকি

ভালোবাসি বলেই তো নাকি

তোমায় ভালোবাসি বলেই তো নাকি

Bappa Mazumder'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin