menu-iconlogo
huatong
huatong
bappi-lahiris-janaki-balite-tomar-naam-likhe-debo-cover-image

Balite Tomar Naam Likhe Debo

Bappi Lahiri/S. Janakihuatong
mjordansierrahuatong
Şarkı Sözleri
Kayıtlar
বালিতে তোমার নাম লিখে দেবো

জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে

ফুলেতে তোমার নাম লিখে দেবো

রোদে জলে যাবে রোদে জলে যাবে

হৃদয়ে তোমার নাম লিখে দেবো

বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে

হোক বদনাম তবু

তোমার কাছে আমি আসবো

যতোটা বেসেছি ভালো

তার চেয়ে বেশী ভালোবাসবো

লাভটা আর কি হবে লোকেরা সবাই যে

চোখ রাঙাবে চোখ রাঙাবে

বালিতে তোমার নাম লিখে দেবো

জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে

ফুলেতে তোমার নাম লিখে দেবো

রোদে জলে যাবে রোদে জলে যাবে

হৃদয়ে তোমার নাম লিখে দেবো

বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে

তা জেনেই ভালবেসে

আমরা চেনা হয়ে থাকবে

মাঝে মাঝে শেষ রাতে

স্বপনে তোমায় কাছে ডাকবো

লাভটা কি কি হবে সূর্য উঠে এসে

ঘুম ভাঙবে ঘুম ভাঙবে

বালিতে তোমার নাম লিখে দেবো

জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে

ফুলেতে তোমার নাম লিখে দেবো

রোদে জলে যাবে রোদে জলে যাবে

হৃদয়ে তোমার নাম লিখে দেবো

বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে

আআ হাআআ আআ হোও ও হোও হোও

আআ হাআআ আআ হোও ও হোও হোও

Bappi Lahiri/S. Janaki'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin