menu-iconlogo
logo

Allahu Allahu | আল্লাহু আল্লাহু

logo
Şarkı Sözleri

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার

তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার

অনন্ত অসীম তুমি রহিম রহমান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু

তুমি মুছা নবীকে দুশমনেরই ডরে

সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে

তুমি মুছা নবীকে দুশমনেরই ডরে

সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে

প্রানে ছিল যাহা ভয়, সেথায় পেল সে আশ্রয়

প্রানে ছিল যাহা ভয়, সেথায় পেল সে আশ্রয়..

দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া

তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা

তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা...

সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া

ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া

ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া

দমে দমেতে হরদম, পড়ে এছমে আজম

দমে দমেতে হরদম, পড়ে এছমে আজম..

মাছের পেঠ হইতে সে যে পাইলো পরিত্রান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু ...

ধন্যবাদ

Belal Khan, Allahu Allahu | আল্লাহু আল্লাহু - Sözleri ve Coverları