menu-iconlogo
huatong
huatong
bikram-singh-ami-rupe-tomay-cover-image

Ami Rupe Tomay

Bikram Singhhuatong
morganmillionshuatong
Şarkı Sözleri
Kayıtlar
আমি রুপে তোমায় ভোলাব না

আমি রুপে তোমায় ভোলাব না

ভালোবাসায় ভোলাব

আমি হাত দিয়ে দ্বার খুলব না গো

গান দিয়ে দ্বার খোলাব

রুপে তোমায় ভোলাব না

ভালোবাসায় ভোলাব

আমি হাত দিয়ে দ্বার খুলব না গো

গান দিয়ে দ্বার খোলাব

রুপে তোমায় ভোলাব না

ভরাব না ভূষণভারে

সাজাব না ফুলের হারে

ভরাব না ভূষণভারে

সাজাব না ফুলের হারে

প্রেমকে আমার মালা করে

প্রেমকে আমার মালা করে

গলায় তোমার দোলাব

রুপে তোমায় ভোলাব না

ভালোবাসায় ভোলাব

আমি হাত দিয়ে দ্বার খুলব না গো

গান দিয়ে দ্বার খোলাব

রুপে তোমায় ভোলাব না

জানবে না কেউ কোন তুফানে

তরঙ্গদল নাচবে প্রাণে

জানবে না কেউ কোন তুফানে

তরঙ্গদল নাচবে প্রাণে

চাঁদের মতো অলখ টানে

চাঁদের মতো অলখ টানে

জোয়ারে ঢেউ তোলাব

রুপে তোমায় ভোলাব না

ভালোবাসায় ভোলাব

আমি হাত দিয়ে দ্বার খুলব না গো

গান দিয়ে দ্বার খোলাব

রুপে তোমায় ভোলাব না

Bikram Singh'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin