menu-iconlogo
huatong
huatong
bikram-singh-kichhui-to-holo-na-cover-image

Kichhui To Holo Na

Bikram Singhhuatong
omarbmaxeyhuatong
Şarkı Sözleri
Kayıtlar
কিছুই তো হল না

সেই সব, সেই সব

সেই হাহাকাররব

সেই অশ্রুবারিধারা

হৃদয়বেদনা

কিছুই তো হল না

কিছুতে মনের মাঝে

শান্তি নাহি পাই

কিছুই না পাইলাম

যাহা কিছু চাই

কিছুই তো হল না

ভালো তো গো বাসিলাম

ভালোবাসা পাইলাম

ভালো তো গো বাসিলাম

ভালোবাসা পাইলাম

এখনো তো ভালোবাসি

তবুও কী নাই

কিছুই তো হলো না

সেই সব, সেই সব

সেই হাহাকাররব

সেই অশ্রুবারিধারা

হৃদয়বেদনা

কিছুই তো হল না

Bikram Singh'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin