menu-iconlogo
huatong
huatong
bilal-khan-pagol-tor-jonno-cover-image

Pagol Tor Jonno

Bilal Khanhuatong
silentnight1huatong
Şarkı Sözleri
Kayıtlar

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা

দূরে গেলে মন বোঝে

তুই কত আপন।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।

হুম হুম হুম হুম হুমহুম

হুম হুম হুম হুম হুমহুম

হুম হুম হুম হুম হুমহুম

হুম হুম হুম হুম হুমহুম

হুমহুমহুমহুম

মুখ বলে এই দূরে গেলে তুই

বেশী কিছু আর হবে কি

মেঘ ঢাকা দিন

চলে গেলে দেবে চাঁদ উঁকি

রাতে যখন ওঠে চাঁদ

ছুঁতে চাই কেন তোরই হাত।

রাতে যখন ওঠে চাঁদ

ছুঁতে চাই কেন তোরই হাত।

সারাক্ষণই যাস ছুঁয়ে

তুই আমার এ মন।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

হুম হুম হুম হুম হুমহুম

হুম হুম হুম হুম হুমহুম

হুম হুম হুম হুম হুমহুম

হুম হুম হুম হুম হুমহুম

হুমহুমহুমহুম

মরি ভেবে হায় উথাল পাতাল

এই মনের ভেতরে কি আছে

কেন এমন হয়

দূরে গেলে তুই চাই কাছে

নির্ঘুম কেন কাটে রাত

কেন শুধু আর্তনাদ।

নির্ঘুম কেন কাটে রাত

কেন শুধু আর্তনাদ।

প্রতিদিন কেন তোকে ভেবে

এই হৃদয় ক্ষরণ।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা।

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা।

দূরে গেলে মন বোঝে

তুই কত আপন

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

পাগল তোর জন্যরে

পাগল এ মন পাগল।।

হুম হুম হুম হুম হুমহুম

হুমহুমহুমহুম

Bilal Khan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin