ওরে, তুই আমারে করলি পাগল
তুই আমারে করলি পাগল
আমার সকল নিয়া রে
হায় রে, পাগল বানাইলি রে আমারে
আরে, ও আমার দরদি
হায় রে, পাগল বানাইলি রে আমারে
হায় রে, আরশিতে যার রুপ ধরে না
আরশি যায় ফাটিয়া
হায় রে, আরশিতে যার রুপ ধরে না
আরশি যায় ফাটিয়া
আমি কেমনে রহিবো ঘরে
আমি কেমনে রহিবো ঘরে
তোমায় পাশরিয়া রে
হায় রে, পাগল বানাইলি রে আমারে
আরে, ও আমার দরদি
হায় রে, পাগল বানাইলি রে আমারে
হায় রে, বহু দিন হয় আছো রে বন্ধু
আমারে ছাড়িয়া
হায় রে, বহু দিন হয় আছো রে বন্ধু
আমারে ছাড়িয়া
আমি মনেরে বোঝাইয়া রাখি
মনেরে বোঝাইয়া রাখি
মানে না মোর হিয়া রে
হায় রে, পাগল বানাইলি রে আমারে
আরে, ও আমার দরদি
হায় রে, পাগল বানাইলি রে আমারে
হায় রে, তুই যদি হইতি রে আমার
আমি যে হইতাম তোর বন্ধু রে
হায় রে, তুই যদি হইতি রে আমার
আমি যে হইতাম তোর বন্ধু রে
ভেবে রজবে কয়, "তোমায় পেলে"
ভেবে রজবে কয়, "তোমায় পেলে
করিতাম আদর রে"
হায় রে, পাগল বানাইলি রে আমারে
আরে, ও আমার দরদি
হায় রে, পাগল বানাইলি রে আমারে
আরে, ও আমার দরদি
হায় রে, পাগল বানাইলি রে আমারে
আরে, ও আমার দরদি
হায় রে, পাগল বানাইলি রে আমারে