menu-iconlogo
huatong
huatong
biyas-sarkarrupak-tiary-ashmani-paloke-cover-image

Ashmani Paloke

Biyas Sarkar/Rupak Tiaryhuatong
really66huatong
Şarkı Sözleri
Kayıtlar
আসমানী পালকে

রাখি তাকে বেনামী নোলকে

তার নাম লিখে চোখেরই ভাষাতে

কেন সে ছুঁয়ে দিলো মন?

অচেনা সন্ধ্যে হাওয়াতে

লুকোচুরি এই অবেলায়

কিছু সাহসী চিরকুটে

ইচ্ছেরা রোজ দোটানায়

বলবে কি রাতজাগা?

কোলাজে স্বপ্ন হারায়

ও... আসমানী পালকে

রাখি তাকে বেনামী নোলকে

তার নাম লিখে চোখেরই ভাষাতে

কেন সে ছুঁয়ে দিলো মন?

রাতজাগা তুলিতে

আমায় ছুঁয়ে জলছবি মায়াতে

যায় রঙ ধুয়ে বেহিসেবী তারে

কেন যে বেঁধে দিলে মন

সাজানো পাতাবাহারী

বোঝেনা যে আমি তারই

কিছু সাহসী চিরকুটে

ইচ্ছেরা রোজ দোটানায়

বলবে কি রাতজাগা?

কোলাজে স্বপ্ন হারায়

আসমানী পালকে

রাখি তাকে বেনামী নোলকে

তার নাম লিখে চোখেরই ভাষাতে

কেন সে ছুঁয়ে দিলো মন?

Biyas Sarkar/Rupak Tiary'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin