menu-iconlogo
huatong
huatong
chandrabali-rudra-dutta-antare-tumi-achho-chirodin-cover-image

Antare Tumi Achho Chirodin

Chandrabali Rudra Duttahuatong
revpjgolite3huatong
Şarkı Sözleri
Kayıtlar
অন্তরে তুমি আছ চিরদিন, ওগো অন্তর্যামী

অন্তরে তুমি আছ চিরদিন, ওগো অন্তর্যামী

বাহিরে বৃথাই যত খুঁজি তাই

বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি

ওগো অন্তর্যামী

অন্তরে তুমি আছ চিরদিন, ওগো অন্তর্যামী

প্রাণের মতন, আত্মার সম

আমাতে আছ হে অন্তরতম

প্রাণের মতন, আত্মার সম

আমাতে আছ হে অন্তরতম

মন্দির রচি বিগ্রহ গড়ি

মন্দির রচি বিগ্রহ পূজি দেখে হাস তুমি, স্বামী

ওগো অন্তর্যামী

অন্তরে তুমি আছ চিরদিন, ওগো অন্তর্যামী

সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে

গন্ধ-কুসুমে সৌরভ সম

গন্ধ-কুসুমে সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে

তুমি বহুরূপী, তুমি রূপহীন

তুমি বহুরূপী, তুমি রূপহীন

তব লীলা হেরি অন্তবিহিন

তব লুকোচুরি খেলা সহচরী

তব লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবসযামী

ওগো অন্তর্যামী

অন্তরে তুমি আছ চিরদিন, ওগো অন্তর্যামী

বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি

ওগো অন্তর্যামী

অন্তরে তুমি আছ চিরদিন

অন্তরে তুমি আছ চিরদিন, ওগো অন্তর্যামী

Chandrabali Rudra Dutta'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin