menu-iconlogo
huatong
huatong
avatar

ahare jibon

chirkuthuatong
dadansetiawan12huatong
Şarkı Sözleri
Kayıtlar
কার্নিশে ভুল, অবেলা বকুল

থাকো ছুঁয়ে একুল ওকুল

থাকো ছুঁয়ে শহুরে বাতাস

ছুঁয়ে থাকো নিয়ন আকাশ

আবছায়া চলে যায় হিজলের দিন

অভিমান জমে জমে আমি ব্যথাহীন

আবছায়া চলে যায় হিজলের দিন

অভিমান জমে জমে আমি ব্যথাহীন

আহারে জীবন... আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন... আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

আহা পারিতাম, যদি পারিতাম

আঙুল গুলো ছুঁয়ে থাকতাম

বিষাদেরই জাল, টালমাটাল

এ কোন দেয়াল, এ কোন আড়াল

ছাই হয় গোধূলি, কারে যে বলি

এ কোন শ্রাবণ আজ বয়ে চলি

আহারে জীবন... আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন... আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

chirkut'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin