menu-iconlogo
logo

আমি তোমায় না দেখি তুমি আমার না হও

logo
Şarkı Sözleri
আমি তোমায় না দেখি

তুমি আমার না হও

আমি যত দূরে যাই চলে

তুমি কাছে রও

আমি স্বপ্নে তোমায় দেখি

ঘুমিয়ে যখন রই

স্মৃতিতে এসো তুমি

যদি দিশেহারা হই

একা হয়ে যাই আমি

স্বপ্ন স্মৃতি ছাড়া

তুমি ছাড়া মনে হয়

আমি তো আমি নই

তুমি যদি ভাল থাকো

কষ্টে আমি রই

স্বার্থপর এই আমি

তোমার সুখে সুখি নই

ভেবেছি অনেক আগে

দুজনে হাটবো পাশে

একা আমি হাটি ভাবি

তোমাকে পাবো কই