menu-iconlogo
huatong
huatong
dev2052-ei-pahar-jane-ei-jharna-cover-image

Ei Pahar Jane Ei Jharna

Dev2052huatong
debasish291huatong
Şarkı Sözleri
Kayıtlar
ওও…

এই পাহাড় জানে এই ঝর্ণা জানে

এই বাতাস জানে

এই আকাশ জানে

কেন কাছে ছুটে আসি

তোমায় বড় ভালোবাসি

তোমায় বড় ভালোবাসি

এই পাহাড় জানে

এই ঝর্ণা জানে

এই বাতাস জানে

এই আকাশ জানে

কেন কাছে ছুটে আসি

তোমায় বড় ভালোবাসি

তোমায় বড় ভালোবাসি

যতদূরে যাই আমি তোমারিতো থাকবো

তোমাকে প্রেমের সুরে নাম ধরে ডাকবো

ও.. যতদূরে যাই আমি তোমারিতো থাকবো

তোমাকে প্রেমের সুরে নাম ধরে ডাকবো

এ মনের যত কথা চোখে হারানোর ব্যাথা

বলবো সবই ওগো কানে কানে

এই পাহাড় জানে

এই ঝর্ণা জানে

এই বাতাস জানে

এই আকাশ জানে

সোনাঝরা এই দিন স্মৃতি জুড়ে থাকবে

হৃদয়ের নীল আকাশে রামধনু ভাসবে

ও.. সোনাঝরা এই দিন স্মৃতি জুড়ে থাকবে

হৃদয়ের নীল আকাশে রামধনু ভাসবে

জীবনের আলো ছায়া কিছু কথা কিছু মায়া

মিলেমিশে একাকার হোক না মনে

ওওও…

এই পাহাড় জানে

এই ঝর্ণা জানে

এই বাতাস জানে

এই আকাশ জানে

কেন কাছে ছুটে আসি

তোমায় বড় ভালোবাসি

তোমায় বড় ভালোবাসি

তোমায় বড় ভালোবাসি

তোমায় বড় ভালোবাসি

Dev2052'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin