menu-iconlogo
huatong
huatong
dilruba-khan-o-pagol-mon-monre-cover-image

O Pagol Mon Monre | ও পাগলমন মন রে

Dilruba Khanhuatong
miromuis1huatong
Şarkı Sözleri
Kayıtlar
কে বলে পাগল...সে যেন কোথায়

রয়েছো কতই দূরে...

মন কেন এতো কথা বলে

ও পাগল মন মন রে মন কেন এতো কথা বলে

কে বলে পাগল...সে যেন কোথায়

রয়েছো কতই দূরে...

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে..মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে..মন কেন এতো কথা বলে

মনকে আমার যত চাইযে বুঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

মনকে আমার যত চাইযে বুঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

পাগল মন রে..মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে..মন কেন এতো কথা বলে

আমি বা কে আমার মনটা বা কে

আজো পারলাম না আমার মনকে চিনিতে

আমি বা কে আমার মনটা বা কে

আজো পারলাম না আমার মনকে চিনিতে

পাগল মন রে..মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে..মন কেন এতো কথা বলে

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন

পাগল মন রে..মন কেন এতো কথা বলে

কে বলে পাগল সে যেন কোথায়

রয়েছো কতই দূরে....

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে...মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে...মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে...মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে...মন কেন এতো কথা বলে

Dilruba Khan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin