menu-iconlogo
logo

Rana’s Library – Hobo Dujon Shathi হবো দুজন সাথী

logo
Şarkı Sözleri
হবো দুজন সাথী

Singer: Fahmida and Bappa

Arranged By Rana

*************

*************

(F) তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী।

(M)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

*************

*************

(F)তুমি কি নীল মেঘে ঢাকা

আকাশে ঝড় তোলা ভোরে

আমারই মন-ভাঙ্গা ঘরে

রোদেলা দি্ন, ফাগুন হবে?

(M)তুমি কি নীল মেঘে ঢাকা

আকাশে ঝড় তোলা ভোরে

আমারই মন-ভাঙ্গা ঘরে

রোদেলা দি্ন, ফাগুন হবে?

(M+F)তুমি কি দেবে বাবুই পাখির

ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি?

(M)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

(F)টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

*************

*************

(M)তুমি কি ভূল বোঝা প্রহর

গানেরই সূর ভোলা রাতে

আমারই বেদনা মুছে

কিছু গোলাপ দেবে হাতে?

(F)তুমি কি ভূল বোঝা প্রহর

গানেরই সূর ভোলা রাতে

আমারই বেদনা মুছে

কিছু গোলাপ দেবে হাতে?

(M+F)তুমি কি হবে অনেক আশার

মেঠো পথে জ্বলা প্রদীপ, জোনাকী?

(F)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

(M)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

==ধন্যবাদ==

Fahmida/Bappa, Rana’s Library – Hobo Dujon Shathi হবো দুজন সাথী - Sözleri ve Coverları