menu-iconlogo
huatong
huatong
avatar

দেশাত্মবোধক গান ৮টি

Ferdous Wahidhuatong
r_embrey_1huatong
Şarkı Sözleri
Kayıtlar
1:আ আ আ আ..

আ আ আ আ..

আ আ আ আ..

আ আ আ আ আ..

2:আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি..

আমি কি ভুলিতে পারি..

3:আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি..

আমি কি ভুলিতে পারি..

4:ছেলে হারা শত মায়ের অশ্রু

গড়া এ ফেব্রুয়ারি..

আমি কি ভুলিতে পারি..

5:আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি..

আমি কি ভুলিতে পারি।

6:তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

7:আমরা ক’জন

নবীন মাঝি হাল ধরেছি,

শক্ত করে রে...

8:তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে

:তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে

গানের স্বরলিপি পরিবার

9 সূর্যোদয়ে তুমি

সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ

প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ

প্রিয় জন্মভূমি

10 সূর্যোদয়ে তুমি

সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ

প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ

প্রিয় জন্মভূমি

.............

11 একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার..

12 একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

গানের স্বরলিপি পরিবার

13 মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্র হাতে

ধরতে জানি

তোমার ভয় নেই মা

আমরা প্রতিবাদ করতে জানি

14 মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্র হাতে

ধরতে জানি

তোমার ভয় নেই মা

আমরা প্রতিবাদ করতে জানি

গানের স্বরলিপি পরিবার

15 এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য

আনলে যারা

তোমাদের এই ঋণ

কোন দিন শোধ হবে না

না না না শোধ হবে না

16 মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে

সাত কোটি মানুষের

জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা

কোন দিন ম্লান হবে না

না না না ম্লান হবে না

.....................

17 তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

18 তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

গানের স্বরলিপি পরিবার

19 সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

Ferdous Wahid'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin