menu-iconlogo
huatong
huatong
gamcha-polash-hawar-upor-chole-gari-cover-image

Hawar upor chole gari

Gamcha Polashhuatong
genoushuthuatong
Şarkı Sözleri
Kayıtlar
হাওয়ার উপর চলে গাড়ি

হাওয়ার উপর চলে গাড়ি

লাগেনা পেট্রোল ডিজেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

কি চমৎকার গাড়ির মডেল গো

চমৎকার গাড়ির মডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল।

হাওয়ার উপর চলে গাড়ি

হাওয়ার উপর চলে গাড়ি

লাগেনা পেট্রোল ডিজেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

কি চমৎকার গাড়ির মডেল গো

চমৎকার গাড়ির মডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল।

দুই চাক্কায় করেছে খাড়া..

জায়গায় জায়গায় ইস্কুরুপ মারা..

বাহাত্তুর হাজার ইস্পোক দিয়া

এই সাইকেল গড়া

দুই চাক্কায় করেছে খাড়া...

জায়গায় জায়গায় ইস্কুরুপ মারা..

বাহাত্তুর হাজার ইস্পোক দিয়া

এই সাইকেল গড়া।

চিন্তা করে দেখনা একবার

চিন্তা করে দেখনা একবার

দুইশ ছয়টা হয় এক্সেল।

মানুষ একটা দুই চাক্কার সাইকেন

কি চমৎকার গাড়ির মডেল গো

চমৎকার গাড়ির মডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল।

নতুন সাইকেল পুরান হইবে

কলকব্জায় জং যে ধরিবে

বেলবাতির ঐ ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে

নতুন সাইকেল পুরান হইবে..

কলকব্জায় জং যে ধরিবে..

বেলবাতির ঐ ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে

এক কদম আগে না বাড়বে

এক কদম আগে না বাড়বে

হাজার বার মারলেও প্যাডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

কি চমৎকার গাড়ির মডেল গো

চমৎকার গাড়ির মডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল।

ফুরাইলে সাইকেলের বাতাস

সেদিন হবে সর্বনাশ..

গিয়ার তোমার কাজ করবেনা

রাখিও বিশ্বাস

ফুরাইলে সাইকেলের বাতাস...

সেদিন হবে সর্বনাশ..

গিয়ার তোমার কাজ করবেনা

রাখিও বিশ্বাস।

গনি সরকার হইয়া লাশ

গনি সরকার হইয়া লাশ

থাকবে ভব মেডিকেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

কি চমৎকার গাড়ির মডেল গো

চমৎকার গাড়ির মডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

হাওয়ার উপর চলে গাড়ি

হাওয়ার উপর চলে গাড়ি

লাগেনা পেট্রোল ডিজেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

কি চমৎকার গাড়ির মডেল গো

চমৎকার গাড়ির মডেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

মানুষ একটা দুই চাক্কার সাইকেল।

চাতক ফোক সিংগার গ্রুপের পক্ষ থেকে,,

সবাইকে ধন্যবাদ

Gamcha Polash'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin