menu-iconlogo
huatong
huatong
avatar

NESHAR NOUKA

Gogon Sakibhuatong
MP_NIRJHOR😎huatong
Şarkı Sözleri
Kayıtlar
প্রিয়া প্রিয়া প্রিয়া আমায়

ব্যথা দিয়াছে

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া

আমায় ধোকা দিয়াছে।

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

আরে মনের মাঝে প্রিয়ার

নাকি অন্য কেউ আছে।

তাইতো তারে ভুলতে আমি

নেশার নৌকা বাই

প্রতি রাইতেই নেশার নৌকায়

চান্দের দেশে যাই

ওরে সিগারেট ছোঁয়াই বারন

বলতিরে আমায় খুব

এখন আদর কইরা নেশা

আমায় রোজ বারায়রে ঘুম।

তাইতো তারে ভুলতে আমি

নেশার নৌকা বাই

প্রতি রাইতেই নেশার নৌকায়

চান্দের দেশে যাই

ওরে সিগারেট ছোঁয়াই বারন

বলতিরে আমায় খুব

এখন আদর কইরা নেশা

আমায় রোজ বারায়রে ঘুম।

ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া

আমায় ধোকা দিয়াছে।

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

আরে মনের মাঝে প্রিয়ার

নাকি অন্য কেউ আছে।

ওরে মিথ্যা অপবাদে প্রিয়া

করলোরে অপমান ।

হায়রে ঘুমের ঔষধ গুলাও

আইজরে করে অভিমান ।

ওরে নিকোটিনের ধোয়াই

এখন হইছেরে আপন ।

হঠাৎ শুনবি আমার গায়ে

জড়াইছে কাফন।

ওরে মিথ্যা অপবাদে প্রিয়া

করলোরে অপমান ।

হায়রে ঘুমের ঔষধ গুলাও

আইজরে করে অভিমান ।

ওরে নিকোটিনের ধোয়াই

এখন হইছেরে আপন ।

হঠাৎ শুনবি আমার গায়ে

জড়াইছে কাফন ।

প্রিয়া প্রিয়া প্রিয়া আমায়

ব্যথা দিয়াছে

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া

আমায় ধোকা দিয়াছে।

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

আরে মনের মাঝে প্রিয়ার

নাকি অন্য কেউ আছে।

আরে মনের মাঝে প্রিয়ার

নাকি অন্য কেউ আছে।

Gogon Sakib'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Gogon Sakib, NESHAR NOUKA - Sözleri ve Coverları