menu-iconlogo
huatong
huatong
habib-wahidtulsi-kumar-tomake-chere-ami-cover-image

Tomake Chere Ami

Habib Wahid/Tulsi Kumarhuatong
🇧🇩Sweet_Foysal🇬🇷huatong
Şarkı Sözleri
Kayıtlar
ও.তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব,

ভালোবেসে যাব ওগো যত দিন বাচব,

হেসোনা হেসোনা তুমি জেনো রেখো তা,

বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা

HE..HE..AHA..HA..HA

ও.তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব,

ভালোবেসে যাব ওগো যত দিন বাচব,

হেসোনা হেসোনা তুমি জেনো রেখো তা,

বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা

......হৃদয়ের কথা......

চাদেরও আলো দিয়ে মুখ খানি দেখব

পেয়নাক লজ্জা খুব কাছে রাখব

ও.চাদেরও আলো দিয়ে মুখ খানি দেখব

পেয়নাক লজ্জা খুব কাছে রাখব

না না এভাবে বলোনাগো কোনো না বলা

লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ

সইতে পারবনা হারানোর ব্যাথা

বলেতো দিয়েছি হৃদয়ের কথা

HE..HE..AHA..AHA..!

টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে

হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে

HO..টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে

হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে

এমন সুখ তুমি দিলেগো আমায়

কেড়ে নিতে পারবেনা মরণও তোমায়

শেষ করে দিয়ে আজ সব নিরবতা

বলেতো দিয়েছি আমি হৃদয়ের

ও.তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব,

ভালোবেসে যাব ওগো যত দিন বাচব,

হেসোনা হেসোনা তুমি জেনো রেখো তা,

বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা

Habib Wahid/Tulsi Kumar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin