menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhono Sarengita Bajchhe

Haimanti Suklahuatong
Hamid___🆆🅴huatong
Şarkı Sözleri
Kayıtlar
এখনও সারেঙ্গীটা বাজছে-

এখনও চেনা..চেনা আতরের গন্ধ

একি রোমাঞ্চ..শুধু রোমাঞ্চ..

নাকি আগামী দিনের কোনো

ঝড়ের আভাস..বয়ে আনছে।..

এখনও সারেঙ্গীটা বাজছে,..

এখনও সারেঙ্গীটা বাজছে-

গা রে মা গা

পা রে সা নি গা রে মা গা

আমার নয়নে নয়ন রেখে

নয়নের কথা দিয়ে গিয়েছ ডেকে;

আমার নয়নে নয়ন রেখে..

নয়নের কথা দিয়ে গিয়েছ ডেকে;

আশ্বাস এ বিশ্বাস,হয় না আমার

ভাবি দারুণ সর্বনাশ

হয়তো বা আমাকেই কাছে ডাকছে।

এখনও সারেঙ্গীটা বাজছে,..

এখনও সারেঙ্গীটা বাজছে-

গা রে মা গা

পা রে সা নি গা রে মা গা

তোমার দু হাত ধরে এগিয়ে গিয়ে..

ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে;

নিঃশ্বাসে সংশয় শুধুই আমার

ভাবি জীবন মরণে কেউ

অকারণ তরঙ্গ তুলে যাচ্ছে।

এখনও সারেঙ্গীটা বাজছে,

এখনও সারেঙ্গীটা বাজছে-

Haimanti Sukla'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin