menu-iconlogo
huatong
huatong
avatar

Eto koshto keno bhalobashay

Hasan arkhuatong
tillah9huatong
Şarkı Sözleri
Kayıtlar
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

এত কষ্ট কেন ভালবাসায় ।

বিশ্বাস যেখানে অবিশ্বাসের

সুরে বেজে উঠেছে

থাকবে না আমার সে কথা

বুঝতে যেন দেরি হয়েছে

মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে

মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে

সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

এত কষ্ট কেন ভালবাসায়

Hasan ark'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin