menu-iconlogo
logo

Nisha Lagilo Re

logo
avatar
Hason Rajalogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
Uygulamada Söyle
Şarkı Sözleri
নিশা লাগিল রে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

ও নিশা লাগিল রে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

হাসন রাজা পিয়ারীর প্রেমে মজিল রে

হাসন রাজা পিয়ারীর প্রেমে মজিল রে

নিশা লাগিল রে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

ও নিশা লাগিল রে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

ছট ফট করে হাসন দেখিয়া চাঁন মুখ

ছট ফট করে হাসন দেখিয়া চাঁন মুখ

হাসন জানের মুখ দেখি

হাসন জানের মুখ দেখি

জন্মের গেল দুখ

নিশা লাগিল রে

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

ও নিশা লাগিল রে

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে

হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে

চিড়া বাড়া হাসন রাজার

চিড়া বাড়া হাসন রাজার

বুকের মাঝে টুটে

নিশা লাগিল রে

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

ও নিশা লাগিল রে

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

হাসন রাজা পিয়ারীর প্রেমে মজিল রে

হাসন রাজা পিয়ারীর প্রেমে মজিল রে

নিশা লাগিল রে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

ও নিশা লাগিল রে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে