menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মন মজাইয়া রে

Helal Amar Mon Mojaiya Rehuatong
lozadainchuatong
Şarkı Sözleri
Kayıtlar
আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

ও মুর্শিদ ও...

একে আমার ভাঙ্গা ঘর তার উপরে লরে চর

কখন জানি সেই ঘর ভাইঙ্গা পরেরে

আবার নেওয়ারিরে কাঁচা বাঁশের বেড়ারে

আবার নেওয়ারিরে কাঁচা বাঁশের বেড়ারে

বাজার লুটিয়া নিল চুরি রে

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

ও মুর্শিদ ও...

একে আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও

পলকে পলকে উঠে পানি রে

কইয়ো দয়ালের ঠায় এই তরীর ভরসা নাই

কইয়ো দয়ালের ঠায় এই তরীর ভরসা নাই

লাহোর দরিয়া দিতে পাড়ি রে

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

ধন্যবাদ

Beğenebilirsin