menu-iconlogo
logo

Ami Dur Hote Tomarei Dekhechhi

logo
Şarkı Sözleri
Fallow By Rana. Id - 13307558757

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

বাজে কিনিকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি একেঁছি

আমি দূর হতে তোমারেই দেখেছি ......

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

Fallow By Rana. Id - 13307558757

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ঐ রুপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

Fallow By Rana. Id - 13307558757

কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি

আপণ গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে

সে মায়ায় আপনারে ঢেকেছি

Fallow By Rana. Id - 13307558757

ঐ কপলে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুঁটেছে সে সদ্য

ঐ কপলে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুঁটেছে সে সদ্য

আমি ভ্রমরে গুঞ্জনে তোমারেই ডেকেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

বাজে কিনিকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি একেঁছি

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি ।

Fallow By Rana. Id - 13307558757

Thanks

Hemanta Mukherjee , Ami Dur Hote Tomarei Dekhechhi - Sözleri ve Coverları