menu-iconlogo
logo

Keno Dure Thako

logo
Şarkı Sözleri
কেন দূরে থাকো

শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো

শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো

মনে হয় তবু বারে বারে

এই বুঝি এলে মোর দ্বারে

মনে হয় তবু বারে বারে

এই বুঝি এলে মোর দ্বারে

সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো

কেন দূরে থাকো

শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে

যাবে মধুদের সুরে সুরে মিলায়ে

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে

যাবে মধুদের সুরে সুরে মিলায়ে

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে

কত কথা জাগে মোর মনে

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে

কত কথা জাগে মোর মনে

চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো

কেন দূরে থাকো

শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো

ধন্যবাদ

Hemanta Mukherjee , Keno Dure Thako - Sözleri ve Coverları