menu-iconlogo
huatong
huatong
avatar

Ghum bhanga by Minar

Himadrihuatong
Himadrii🇱🇷huatong
Şarkı Sözleri
Kayıtlar
Music

ঘুম ভাঙা কোন সকালে, সূর্যটাকে দেখা, আড়মোড়া কোন দুপুরে, গুনগুনিয়ে গাওয়া,

পথ হারা সব পথিকের সবটাই ভালোলাগা।

আর জানালার ঐ কাঁচটায়, থমকে থাকা বৃষ্টি,

অলিখিত সব কবিতায়, আটকে থাকা সৃষ্টি , দেয়ালে আঁকা ছবিটায় , ছড়িয়ে ভালোবাসা।

দেখো তোমার মেঘে মিশে আছে,

আমার অচেনা রোদ্দুর।

তাই তোমায় নিয়ে হারাবো,

বহুদূর , বহুদূর।

চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু,

সুর খুঁজে পেলো, নতুন ঠিকানা।

উৎসবে রাঙাই, তোমার আমার এই প্রিয় শহর,

সব ভুলে চলো, হারাই সীমানা।

দেখো পিচ ঢালা ঐ পথটার সবটাই আজ সাক্ষী, মেঘে ঢাকা আকাশটায় নেই কোন কাকপক্ষী,

ভুলে পড়া ঐ সুরীটায় হয়নি মাখা কোন গান।

আর মিছিলের ঐ শ্লোগানে, মিশে থাকা সব গল্প,

ভালোবাসা যায় হারিয়ে, থাকে না কিছুই অল্প,

ভেঙে পড়া ঐ দরজায়, পড়ে থাকে অভিমান।

দেখো তোমার মেঘে মিশে আছে,

আমার অচেনা রোদ্দুর।

তাই তোমায় নিয়ে হারাবো,

বহুদূর , বহুদূর।

চোখ মেলে দেখো দুরের আকাশে রংধনু,

সুর খুঁজে পেলো, নতুন ঠিকানা।

উৎসবে রাঙাই, তোমার আমার এই প্রিয় শহর,

সব ভুলে চলো, হারাই সীমানা।

Himadri'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Himadri, Ghum bhanga by Minar - Sözleri ve Coverları