এক দমকা হাওয়া
হঠাৎ কালো ঝড়
ভেঙ্গে দিয়ে চলে যায় সাজানো বাসর
নিরভাত করে দেয় সব প্রেম সমালয়
নীরবে কাঁদে দুকরে কাঁদে এএএ
ভালোবাসার লাল গোলাপ (৪বার)
জানিনা কোন ভুলে কোন বা দোষে
ভাগ্য হল শত্রু আমার অবশেষে
যদি বলে যেত সে কি অপরাধ
থাকত না পরিতাপ নিরবে ডুকরে কাঁদে এএ
ভালবাসার লাল গোলাপ (৪বার)
এখন দমকা হাওয়া হঠাৎ কালো ঝড়
ভেঙ্গে দিয়ে চলে যায় সাজানো বাসর
নিরভা করে দেয় সব সমালয়
নিরবের ডুকরে কাঁদে এএএ
ভালবাসার লাল গোলাপ(৪বার)
Track by--꧁Hᖇ!ᗪ Ƴ-Century࿐?