menu-iconlogo
logo

কি জালা দিয়ে গেলা মোরে Ki Jala Diya gela

logo
Şarkı Sözleri
কি জালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

কি দুঃখ দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে

না রাখি মাটিতে না রাখি পাটিতে

না রাখি পালকের উপরে

না রাখি মাটিতে না রাখি পাটিতে

না রাখি পালকের উপরে

সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে

সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে

ভিড়িয়ে রেশম ডরে

ভিড়িয়ে রেশম ডরে

বন্ধু পরবাসী পরের ঘরে আসি

এত ঘুমে কেন ধরে

ও বন্ধু পরবাসী পরের ঘরে আসি

এত ঘুমে কেন ধরে

কয়লা করে ধ্বনি পহায়লো রজনী

কয়লা করে ধ্বনি পহায়লো রজনী

না ডাকি ননদিনীর ডরে

না ডাকি ননদিনীর ডরে

কি জালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে

Hridoy Khan, কি জালা দিয়ে গেলা মোরে Ki Jala Diya gela - Sözleri ve Coverları