গান: মায়া ভরা মুখটা তোমার
শিল্পী: ইমরান মাহমুদুল & কনা
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।
ছেলে:] মায়া ভরা মুখটা তোমার,
চাঁদের কিরণ যেনো--৷
তোমায় দেখে পাগল হলো মন।
মেয়ে:] রঙিন হলো মনের আকাশ।
প্রেমের হাওয়ায় ভেসে।
ভাবনা জুড়ে তুমি সারাক্ষণ।
ছেলে:] আমি আর নেই আমাতে,
মিশে গেছি তোমাতে---।
ভুল নাকি ঠিক বুঝিনা।
আমি তোমার পিছু ছাড়বোনা।
মেয়ে:] ভুল নাকি ঠিক বুঝিনা--।
আমি তোমার পিছু ছাড়বোনা।
আমি আর নেই আমাতে,
মিশে গেছি তোমাতে---।
ভুল নাকি ঠিক বুঝিনা।
আমি তোমার পিছু ছাড়বোনা।
ছেলে:] ভুল নাকি ঠিক বুঝিনা---।
আমি তোমার পিছু ছাড়বোনা।
༺?AR.Rumi+Imu?༻
ছেলে:] তুমি যখন কাছে থাকো,
হৃদয় ভাসে সব পাওয়ারই সুখে।
মেয়ে:] একটু চোখের আড়াল হলে।
এক পৃথিবী কষ্ট যেনো বুকে।
ছেলে:] আমি আর নেই আমাতে,
মিশে গেছি তোমাতে---।
মেয়ে:] ভুল নাকি ঠিক বুঝিনা।
আমি তোমার পিছু ছাড়বোনা।
ছেলে:] ভুল নাকি ঠিক বুঝিনা--।
আমি তোমার পিছু ছাড়বোনা।
༺?AR.Rumi+Imu?༻
মেয়ে:] তুমি যদি ফিরে না চাও।
ভাল্লাগেনা মিথ্যে লাগে সবই।
ছেলে:] কেউ জানেনা আমি জানি।
হৃদয় জুড়ে তোমার প্রতিচ্ছবি ।
মেয়ে:] আমি আর নেই আমাতে,
মিশে গেছি তোমাতে---।
ছেলে:] ভুল নাকি ঠিক বুঝিনা।
আমি তোমার পিছু ছাড়বোনা।
মেয়ে:] ভুল নাকি ঠিক বুঝিনা--।
আমি তোমার পিছু ছাড়বোনা।
ছেলে:] ও-----------ও..না------।
এ-----আ-----না-----নানা---।
༺?AR.Rumi+Imu?༻