menu-iconlogo
logo

E Jibone Jare

logo
Şarkı Sözleri

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

তুমি ছিলেনা ছিলনা আশা

তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা

তুমি ছিলেনা ছিলনা আশা

তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা

ফুটালে আমার মুখে সুখের ভাষা

ও..ও..ও..ও..

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

তুমি নয়নে নয়নে শুধু

প্রাণের প্রিয় তুমি রাঙ্গা বধু

তুমি নয়নে নয়নে শুধু

প্রাণের প্রিয় তুমি রাঙ্গা বধু

করেছো আমায় ওগো এ কোন যাদু

ও..ও..ও..ও..

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

Imran Mahmudul, E Jibone Jare - Sözleri ve Coverları