গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু
কমিয়ে নিবেন।
ছেলেঃ] ঘুম ঘুম চোখে,
দেখি আমি তোকে।
কি যে ভালো লাগে-৷
বোঝাতে পারিনা।
তুই নে বুঝে নে,
রেখে মাথা রেখে।
আমার এই বুকে-।
বলতে পারিনা।
মেয়েঃ] তোর থেকে চোখ যেনো।
ফেরাতে পারিনা।
-এই পৃথিবীতে,
তুই তোরই তুলনা
ছেলেঃ] তোর থেকে চোখ যেনো।
ফেরাতে পারিনা।
-এই পৃথিবীতে,
তুই তোরই তুলনা
দুজনেঃ] ঘুম ঘুম চোখে,
দেখি আমি তোকে।
কি যে ভালো লাগে-৷
বোঝাতে পারিনা।
মেয়েঃ] তুই নে বুঝে নে,
রেখে মাথা রেখে।
আমার এই বুকে-।
বলতে পারিনা।
মেয়েঃ] মন ছুঁটে গেলে,
তোকে না পেলে।
কিছুই লাগেনা ভালো।
এ আমার কি যে হলো।
ছেলেঃ] মন ছুঁটে গেলে,
তোকে না পেলে।
কিছুই লাগেনা ভালো।
এ আমার কি যে হলো।
মেয়েঃ] মন পরে রয় তোরই মাঝে-।
কেনো তা জানিনা।
ছেলেঃ] ঘুম ঘুম চোখে,
দেখি আমি তোকে।
কি যে ভালো লাগে-।
বোঝাতে পারিনা।
তুই নে বুঝে নে,
রেখে মাথা রেখে।
আমার এই বুকে-।
বলতে পারিনা।
ছেলেঃ] ঝুম বৃষ্টি এলে,
তোর ছবিটা দোলে।
মনেরই দেয়ালে।
রাখি খুব খেয়ালে।
মেয়েঃ] ঝুম বৃষ্টি এলে,
তোর ছবিটা দোলে।
মনেরই দেয়ালে।
রাখি খুব খেয়ালে।
ছেলেঃ] মরে যাবো তোরই এক ইশারায়।
বলে, শুধু দেখনা।
দুজনেঃ] ঘুম ঘুম চোখে,
দেখি আমি তোকে।
কি যে ভালো লাগে-৷
বোঝাতে পারিনা।
তুই নে বুঝে নে,
রেখে মাথা রেখে।
আমার এই বুকে-।
বলতে পারিনা।