menu-iconlogo
huatong
huatong
avatar

KENO CHOKHER JOLE BHIJIYE

Indranil Senhuatong
furghenhuatong
Şarkı Sözleri
Kayıtlar
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না

শুকনো ধুলো যত

কে জানিতো আসবে তুমি গো

অনাহূতের মতো

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না

শুকনো ধুলো যত..

পার হয়ে এসেছ মরু

নাই যে সেথায় ছায়াতরু

পথের দুঃখ দিলেম তোমায় গো

এমন ভাগ্যহত

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না

শুকনো ধুলো যত..

আলসেতে বসে ছিলেম আমি

আপন ঘরের ছায়ে

জানি নাই যে তোমায় কত ব্যথা

বাজবে পায়ে পায়ে

আলসেতে বসে ছিলেম আমি

আপন ঘরের ছায়ে

জানি নাই যে তোমায় কত ব্যথা

বাজবে পায়ে পায়ে

ওই বেদনা আমার বুকে

বেজেছিল গোপন দুখে

ওই বেদনা আমার বুকে

বেজেছিল গোপন দুখে

দাগ দিয়েছে মর্মে আমার গো

গভীর হৃদয়ক্ষত

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না

শুকনো ধুলো যত

কে জানিতো আসবে তুমি গো

অনাহূতের মতো

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না

শুকনো ধুলো যত...

Indranil Sen'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Indranil Sen, KENO CHOKHER JOLE BHIJIYE - Sözleri ve Coverları