menu-iconlogo
huatong
huatong
Şarkı Sözleri
Kayıtlar
সীমাহীন মনটা

ভীনদেশী ওড়ান

ঘড়ে ফেরার গান

কংসে মায়া মাখা রূপ অপরূপ পালক

জোছনায়ে স্নান

দেখেছ কি সব কলরব বে হাওয়াতে

চোখের কাজল লাল টিপ হলুদ শাড়িতে

সমারহে সমারহে সমারহে সমারহে

সমারহে সমারহে সমারহে সমারহে

তোমার অগো মনে বলি কানে কানে

ফিরে দেখা যখন

রূপালী আলোকে চোখেরি পলকে

হারিয়ে ফেলেছে মন

আ আ আ আ আ

তোমার অগো মনে বলি কানে কানে

ফিরে দেখা যখন

রূপালী আলোকে চোখেরি পলকে

হারিয়ে ফেলেছে মন

মনের ঘড়ে ঘড়ে আনাগোনা বারে বারে

যেন সিঁদুর খেলারি ছোঁয়ায় জাগে শিহরণ

দেখেছ কি সব কলরব এ হাওয়াতে

চোখের কাজল লাল টিপ হলুদ শাড়িতে

সমারহে সমারহে সমারহে সমারহে

সমারহে সমারহে সমারহে সমারহে

পেয়েছো কি এই উপহার পরো বাসে

লিখে সব নাম পরিনাম ঘাসে ঘাসে

ফিরে আসাতে ভালোবাসাতে

Ishan Mitra/Argha Banerjee/Ikkshita'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin