menu-iconlogo
huatong
huatong
avatar

Kasturi (Bengali Version)

Ishan Mitrahuatong
alejandraojedahuatong
Şarkı Sözleri
Kayıtlar
কি যে মায়াতে নীলি জড়ি

লাগে না মন আর কিছুতে কোন কাজে

স্বপ্নেরই দেশে তোরই আবেশে

যাই ছুতে তাই আজ ঘুমিও বারে বারে

সুতো ছাড়া দুটো মন এক হলো যে

প্রেমেরই এই অজানা দূরে আলাপে

তোকে ছাড়া আমি দিশেহারা

আজ দে না শুধু দেশে সাহারা

প্রয়োজন শুধু তোর এখনি

একা শহরে আমার

তোকে ছাড়া আমি হিসেহারা

আজ দে না শুধু দিশাহারা

তোর রঙেতে রঙিনে মন

তোর সেজেছে আমারে দুনিয়া

তুই ছিলি বলে এই কলা হলে

খুঁজে পেল মন বাজারি কারণ

যে ঘুম উড়েছে দুচোখে

দেখে তোকে প্রথম দেখাতে

শুরুতে তুই ছিলি শেষ তোর কাছে

ভালো থাকা শুধু তুই যে কারণে

এক জেসা হাল তেরা মেরা

ইশক হে মিসাল তেরা মেরা

বহনে লাগি হ্যায়, আজ দেখো

তো পে ভি কশ্তী

তোকে ছাড়া আমি দিশেহারা

আজ দে না শুধু দেশে সাহারা

তোর রঙেতে রঙিনে তোর

আলোতে সেজেছে আমারে দুনিয়া

Ishan Mitra'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin