menu-iconlogo
huatong
huatong
jagjit-sing-tomar-chul-badha-dekhte-dekhte-cover-image

Tomar Chul Badha Dekhte Dekhte

Jagjit Singhuatong
MasudRKhan🌻FnF🌻huatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

তোমার ছলাকলা দেখতে দেখতে

তোমার ছলাকলা দেখতে দেখতে

ভাঙ্গলো বুকের আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গল কাঁচের আয়না

ভরা যৌবন সাঁজাতে তোমাকে

ষোলটি ফাগুন লেগে গেছে

ভরা যৌবন সাঁজাতে তোমাকে

ষোলটি ফাগুন লেগে গেছে

তোমার অপরুপ ধরে রাখতে

তোমার অপরুপ ধরে রাখতে

পাগল হলো যে আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

তোমার ছলাকলা দেখতে দেখতে

তোমার ছলাকলা দেখতে দেখতে

ভাঙ্গলো বুকের আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

আমি যেমন তোমারি ছিলাম

তেমন তোমারি আছি

আমি যেমন তোমারি ছিলাম

তেমন তোমারি আছি

তুমি আয়নাকে প্রশ্ন করো

তুমি আয়নাকে প্রশ্ন করো

শুনে নাও কি বলে আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

তোমার ছলাকলা দেখতে দেখতে

তোমার ছলাকলা দেখতে দেখতে

ভাঙ্গল বুকের আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

তুমি একদিন এখানে এসো

আমার চোখের দিকে শুধু চাও

তুমি একদিন এখানে এসো

আমার চোখের দিকে শুধু চাও

তুমি তবেই বুঝবে আমাকে

তুমি তবেই বুঝবে আমাকে

চোখ যে মনের আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

তোমার ছলাকলা দেখতে দেখতে

তোমার ছলাকলা দেখতে দেখতে

ভাঙ্গলো বুকের আয়না

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

তোমার চুল বাঁধা দেখতে দেখতে

ভাঙ্গলো কাঁচের আয়না

ভাঙ্গলো কাঁচের আয়না

ভাঙ্গলো কাঁচের আয়না

ভাঙ্গলো কাঁচের আয়না

================

Jagjit Sing'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin