menu-iconlogo
huatong
huatong
avatar

চিনতে পারলি না Chinte Parli Na

Jeet Gaangulihuatong
ilikegh73huatong
Şarkı Sözleri
Kayıtlar
তোকে নিয়ে বেচে আছি আমি

দুনিয়া টা বলে যায় পাগলামী

চিনতে পারলি না আমায়

চিনতে পারলি না

তোকে নিয়ে বেচে আছি আমি

দুনিয়া টা বলে যায় পাগলামী

চিনতে পারলি না আমায়

চিনতে পারলি না

তোর দোলার ইচ্ছে হলে

আমি দোলনা হয়ে যাই

তোর খেলার ইচ্ছে হলে

আমি খেলনা হয়ে যাই

তুই চিনতে পারলি না

তুই চিনতে পারলি না

তুই চিনতে পারলি না...

তুই চিনতে পারলি না

বানিয়েছি এই বুকে

কুরিয়ে জমানো সুখে

তাজমহলের মতো

ভালোবাসা একে একে

সেই কুড়ে ঘর তোকে

মরে গেছি দেখে দেখে

চিনতে পারলি না

ও ও ও বানিয়েছি এই বুকে

কুরিয়ে জমানো সুখে

তাজমহলের মতো

ভালোবাসা একে একে

সেই কুড়ে ঘর তোকে

মরে গেছি দেখে দেখে

চিনতে পারলি না ……

ডুবে ডুবে ভেসে আছি আমি

দুনিয়া টা বলে যায় পাগলামী

চিনতে পারলি না

তুই চিনতে পারলি না

SV SURJO

তোর সাথে তোর কাছে

আমারো চাওয়া আছে

তোরি কথা ভেবে ভেবে

দিন রাত মরে বাচে

সেই ছবি দেখার মতো

না পড়া চিঠির মতো

চিনতে পারলি না

তোর সাথে তোর কাছে

আমারো চাওয়া আছে

তোরি কথা ভেবে ভেবে

দিন রাত মরে বাচে

সেই ছবি দেখার মতো

না পড়া চিঠির মতো

চিনতে পারলি না

তোকে নিয়ে বেচে আছি আমি

দুনিয়া টা বলে যায় পাগলামী

চিনতে পারলি না আমায়

চিনতে পারলি না

তোর দোলার ইচ্ছে হলে

আমি দোলনা হয়ে যাই

তোর খেলার ইচ্ছে হলে

আমি খেলনা হয়ে যাই

তুই চিনতে পারলি না

তুই চিনতে পারলি না

তুই চিনতে পারলি না

তুই চিনতে পারলি না

Jeet Gaanguli'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin