menu-iconlogo
huatong
huatong
jf--cover-image

তুমি আমার সুধু আমারি

J+Fhuatong
(🇯 🇦 🇭 🇮 🇩 )🅟︎🅒︎🅞︎🅜︎huatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি আমার শুধু আমারি

আমি তোমার শুধু তোমারি

তুমি আমার শুধু আমারি

আমি তোমার শুধু তোমারি

এই দুনিয়ায়ে, তুমি ছাড়া

বোঝেনা কিছু মন

তুমি, এমনই আপনজন

তুমি, এমনই আপনজন

তুমি আমার শুধু আমারি

আমি তোমার শুধু তোমারি

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥ ≤≤

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥ ≤≤

সারাটি জীবন, থেকো তুমি

আমারি বুকের মাঝে

পাই যেনো গো,

তোমাকে কাছে

সকাল দুপুর সাঁঝে

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥ ≤≤

সারাটি জীবন, থেকো তুমি

আমারি বুকের মাঝে

পাই যেনো গো

তোমাকে কাছে

সকাল দুপুর সাঁঝে

ছায়ার মতন

পাশে তুমি

থেকো গো সারাক্ষন

তুমি, এমনই আপনজন

তুমি, এমনই আপনজন

তুমি আমার শুধু আমারি

আমি তোমার শুধু তোমারি

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥ ≤≤

সময় ব্যয় করে মিউজিক আপলোড দেয়

শধু আপনাদের বিনোদনের জন্য।

একজন আপলোডার হিসেবে,

আপনাদের কাছে আশা করে,

গান শেষে একটি লাইক,আর কিছুনা।

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥ ≤≤

তোমার অন্তরে

বন্ধু আমি

আমার অন্তরে তুমি

তুমি ছাড়া

জীবন আমার

ধুধু মরুভূমী

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥ ≤≤

তোমার অন্তরে

বন্ধু আমি

আমার অন্তরে তুমি

তুমি ছাড়া

জীবন আমার

ধুধু মরুভূমী

তোমারই প্রেম

ভালবাসা

জীবনে প্রয়োজন

তুমি, এমনই আপনজন

তুমি, এমনই আপনজন

তুমি আমার শুধু আমারি

আমি তোমার শুধু তোমারি

তুমি আমার শুধু আমারি

আমি তোমার শুধু তোমারি

এই দুনিয়ায়ে, তুমি ছাড়া

বোঝেনা কিছু মন

তুমি, এমনই আপনজন

তুমি, এমনই আপনজন

≥≥ ≤≥≤I≥≤≥≤ ≥≤≥≤I≥≤≥

J+F'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin