menu-iconlogo
logo

Shotti Bolchi

logo
Şarkı Sözleri
music by:rainy sky

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না

তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না

তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না

এখন তোমার জন্য আমার কোন সময় নেই

এখন আমি ভালোবাসি শুধু আমাকেই

এখন আমি ভালোবাসি শুধু আমাকেই

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না

তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুবতারা

বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া

এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুবতারা

বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া

সময় পেলে উদাস মনে দেখি জোছনা

তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না

তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

music rainy sky

এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা

ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া

এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা

ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া

সময় পেলে উদাস মনে দেখি জোছনা

তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না

তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা

সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না

তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না

এখন তোমার জন্য আমার কোন সময় নেই

এখন আমি ভালোবাসি শুধু আমাকেই

এখন আমি ভালোবাসি শুধু আমাকেই

নারে নারে নানানা নারা নারা হো..

নারে নারে নানানা নারা নারা হো..

Joy Shahriar, Shotti Bolchi - Sözleri ve Coverları