menu-iconlogo
huatong
huatong
avatar

রসিক আমার মন বান্ধিয়া

Kaji shuvohuatong
ocimmhuatong
Şarkı Sözleri
Kayıtlar

রসিক আমার

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

হায়রে, রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

হায়রে, রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

দিন হীন মুর্শিদে কয়

মাটির বাসন ভাঙ্গি গেলে

আর কি জোড়া লয়…

দিন হীন মুর্শিদে কয়

মাটির বাসন ভাঙ্গি গেলে মনোরে

আর কি জোড়া লয়

দয়াল চাইলে লইব জোড়া

মুর্শিদ চাইলে লইব জোড়া

এমন দয়াল কে আছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

হায়রে, রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

তিনটি তক্তার নাও

আগায় পাছায় তিনজন মাঝি ও মন

তারাতারি বাও

তিনটি তক্তার নাও

আগায় পাছায় তিনজন মাঝি ও মন

তারাতারি বাও

ছয়জনে ছয় দাড়ি লইয়া

আল্লাহু নাম লইতাছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

হায়রে, রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

পাগল ও জালালে কয়

পিঞ্জর ছাড়ি গেলে ময়না

আর কি বন্দী হয়

পাগলও জালালে কয়

পিঞ্জর ছাড়ি গেলে ময়না মনো রে

আর কি বন্দী হয়

দয়াল চাইলে হইব বন্দী

মুর্শিদ চাইলে হইব বন্দী

এমন মুর্শিদ কে আছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

হায়রে, রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

হায় হায়, রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

Kaji shuvo'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin