menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Bamon Hoiya

Kamruzzaman rabbihuatong
owsiak8huatong
Şarkı Sözleri
Kayıtlar
আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না...

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না...

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না..

বন্ধু আমার আসমানের পরী..

আমি মানুষ হইয়া কেমনে তারে

বুকেতে ধরি..

বন্ধু আমার আসমানের পরী..

আমি মানুষ হইয়া কেমনে তারে

বুকেতে ধরি

তাই তো বন্ধু আমার প্রেমে

মন মজাইলো না

ওরে, তাই তো বন্ধু আমার প্রেমে

মন মজাইলো না..

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না..

বন্ধু বড়ই অহংকারী...

তার পেছনে ঘুরে সবাই লইয়া বাড়ি গাড়ি

Wait

বন্ধু বড়ই অহংকারী...

তার পেছনে ঘুরে সবাই লইয়া বাড়ি গাড়ি

তাই তো বন্ধু আমার প্রেমের

মূল্য দিলো না

ওরে, তাই তো বন্ধু আমার প্রেমের

মূল্য দিলো না..

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না

আমি বামন হইয়া চান্দের পানে

হাত বাড়ামু না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন

ধরা দেবে না

বন্ধু আমার আসমানের চাঁন..

ধরা দেবে না...

সমাপ্ত

গানটি সেভ করে লাইক দিন প্লিজ

ধন্যবাদ সবাইকে

Kamruzzaman rabbi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin