menu-iconlogo
huatong
huatong
kanika-banerjeerabindranath-tagore-swapane-donhe-chhinu-ki-mohe---kanika-banerjee-cover-image

Swapane Donhe Chhinu Ki Mohe - Kanika Banerjee

Kanika Banerjee/Rabindranath Tagorehuatong
stevejennhuatong
Şarkı Sözleri
Kayıtlar
স্বপনে দোঁহে ছিনু কী মোহে

জাগার বেলা হল

যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো

স্বপনে দোঁহে ছিনু কী মোহে

জাগার বেলা হল

ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো

বেদনা হবে পরমরমণীয়

আমার মনে রহিবে নিরবধি

বিদায়খনে খনেক-তরে যদি

সজল আঁখি তোলো

যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো

স্বপনে দোঁহে ছিনু কী মোহে

নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে

উঠিবে দূরে বিরহাকাশভালে

নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে

উঠিবে দূরে বিরহাকাশভালে

রজনীশেষে এই যে শেষ কাঁদা

বীণার তারে পড়িল তাহা বাঁধা

হারানো মণি স্বপনে গাঁথা রবে

হে বিরহিণী, আপন হাতে তবে

বিদায়দ্বার খোলো

যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো

স্বপনে দোঁহে ছিনু কী মোহে

জাগার বেলা হল

Kanika Banerjee/Rabindranath Tagore'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin