menu-iconlogo
huatong
huatong
avatar

Dokhino Hawa

Kazi Shuvo/Adityhuatong
my85grandprixhuatong
Şarkı Sözleri
Kayıtlar
মনেরই মাঝে এসে তুমি বদলে দিলে সবই

দিনেরাতে এখন আমি আঁকি তোমার ছবি

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

তুমিময় দিনগুলো লাগে বড়ো ভালো

আমার ঘরেতে যেন এলো চাঁদের আলো

তুমিময় দিনগুলো লাগে বড়ো ভালো

আমার ঘরেতে যেন এলো চাঁদের আলো

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

আবেগী এই ক্ষণগুলো যেন ছুঁয়ে থাকে

সারাটা জনম ধরে আমি চাই তোমাকে

আবেগী এই ক্ষণগুলো যেন ছুঁয়ে থাকে

সারাটা জনম ধরে আমি চাই তোমাকে

এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে

পৃথিবীটা লাগে যে দামি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

Kazi Shuvo/Adity'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin